মানচেস্টারে হামলার দায় স্বীকার করল আইএস

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি পপ কনসার্টে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। গত রাতের এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সোমবার রাতে ওই হামলার পর মঙ্গলবার টেলিগ্রামে ইসলামিক স্টেটের দায় স্বীকারের ওই বার্তা আসে।

স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে কনসার্ট শেষ হওয়ার পরপরই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২২ জন নিহত এবং ৫৯ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, আমেরিকান ২৩ বছর বয়সী পপ সিঙ্গার আরিয়ানা গ্র্যান্ডেরর কনসার্ট শেষ হতেই এ বিস্ফোরণ ঘটে। সে সময় অনেক তরুণ-তরুণীরা সেখানে ছিল। ফলে নিহত ও আহতদের মধ্যে তাদের সংখ্যাই বেশি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মাঠের মধ্যেই হামলার শিকার অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ ম্যানচেস্টার এরিনার কাছের ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়ার পাশাপাশি ওই এলাকা থেকে মানুষজনকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।

প্রায় ২১ হাজার দর্শনার্থীর ধারণক্ষমতা সম্পন্ন ম্যানচেস্টার অ্যারিনা বড় ধরনের কনসার্ট ভেন্যু হিসেবে ইউরোপজুড়ে বেশ জনপ্রিয়।

 

(ইউএম/ ২৩ মে ২০১৭)

 


Comment As:

Comment (0)