জাকার্তায় জোড়া বিস্ফোরণে পুলিশসহ নিহত ৫,আহত অন্তত ১০ জন

বিনিয়োগবার্তা ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জোড়া বিস্ফোরণে ৩ পুলিশসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। এ বিস্ফোরণকে ‘আত্মঘাতী হামলা’ বলে মনে করছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বুধবার (২৪ মে) রাতে জাকার্তার পূর্বাংশে কাম্পুং মেলায়ু বাস টার্মিনালের পাশে ৫ মিনিটের ব্যবধানে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এসময় বেসামরিক নাগরিকসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা হতাহত হন।

পুলিশের মুখপাত্র সেতয়ো ওয়াসিসতো জানান, নিহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য। বাকি দুজন সন্দেহভাজন হামলাকারী। আহত ১০ জনের মধ্যে ৫ জন পুলিশ এবং ৫ জন বেসামরিক নাগরিক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ হামলার পেছনে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও সংগঠনটির স্থানয়ি সমর্থকদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটি আইএসের হামলার ঝুঁকির মুখে রয়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে আইএস জাকার্তায় সিরিজ বোমা হামলা চালায়। এতে অন্তত ৮ জন নিহত হন।

(এমআইআর/ ২৫ মে ২০১৭)


Comment As:

Comment (0)