মস্কোতে হারিকেনের আঘাতে ১৪ জন নিহত, আহত ১৭০

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশেপাশে গতকাল সোমবার হারিকেন আঘাত হানে। এতে ১৪ জনের প্রাণহানি ও প্রায় ১৭০ জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে প্রায় দেড়শ’ লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার মস্কোর সরকারি স্বাস্থ্য বিভাগের প্রধান আলেক্সি ক্রিপুন এ কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনের শুরুতে হারিকেনের আঘাতে ৫ নারীসহ ১৪ জন প্রাণ হারিয়েছে।

ক্রিপুন বলেন, ‘প্রাকৃতিক এই দুর্যোগের আঘাতে আহত হয়ে মোট ১৬৮ জন চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ১৪৬ জনকে মস্কোর ১৫টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

গত রাতে মোট ৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। হাসপাতালে এখনো ১০৮ জন ভর্তি রয়েছে। এদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল হলেও আট জনের অবস্থা গুরুতর।

(এমআইআর/ ৩০ মে ২০১৭)


Comment As:

Comment (0)


Loading...