কাবুলের কূটনৈতিক পাড়ায় বিস্ফোরণে নিহত ১৫
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কাবুলের কূটনৈতিক পাড়ায় বুধবার গাড়ি বোমা বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় বুধবার শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছে। দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে। তিন শতাধিক লোককে আহত অবস্থায় কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাবুলের যে স্থানটিতে এই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার আশপাশে বিভিন্ন দেশের দূতাবাস। প্রেসিডেন্টের বাসভবনও খুব বেশি দূরে নয়।
কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, জার্মান দূতাবাসের প্রবেশপথের কাছে এ বিস্ফোরণ হয়। এটি গাড়িবোমা বিস্ফোরণ। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যালয় আছে। ঠিক কোনটিকে লক্ষ্য করে এই হামলা, তা বোঝা যাচ্ছে না।
কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।
(ইউএম/ ৩১ মে ২০১৭)