ফের রক্তাক্ত লন্ডন; পৃথক ৩ সন্ত্রাসী হামলায় নিহত ৬
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লন্ডনে পৃথক তিনটি সন্ত্রাসী হামলার ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে লন্ডনের প্রাণকেন্দ্র লন্ডন ব্রিজের কাছে এসব হামলার ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
পুলিশ জানিয়েছে, তিন হামলাকারী একটি ভ্যান নিয়ে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর হামলা চালায় পরে বোরোহ মার্কেটের কাছে বেশ কয়েকজনের ওপর ছুড়ি নিয়ে হামলা চালানো হয়।
ব্রিটেনের শীর্ষ সন্ত্রাসবিরোধী কর্মকর্তা মার্ক রাওলে জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলার পরপরই সেখানে সশস্ত্র বাহিনী পৌঁঁছেছে। তারা দ্রুত সাড়া দিয়েছেন। খুব দ্রুত এবং সাহসিকতার সঙ্গে তারা বোরোহ মার্কেটে সন্ত্রাসীদের প্রতিহত করেছেন। ওই ঘটনায় তিন সন্ত্রাসী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
পুলিশের কাছে ফোনকল যাওয়ার আট মিনিটের মাথায় সন্দেহভাজনরা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত মাসে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২২ জন নিহত হন। পরে এ মর্মান্তিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
এরআগে গত মার্চে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে অধিবেশন চলাকালীন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা নিয়ে পুরো বিশ্বে তোলপাড় লেগে যায়। ওই হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
(এসএএম/ ০৪ জুন ২০১৭)