কাতারের সঙ্গে ৪ দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন
বিনিয়োগবার্তা ডেস্ক: সন্ত্রাসবাদ সমর্থন ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্যপ্রাচ্যের চারটি প্রভাবশালী মুসলিম দেশ। এ তালিকায় রয়েছে সৌদি আরব, মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত।
সৌদি প্রশাসনের পক্ষ থেকে প্রথম দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসে। সোমবার (৫ জুন) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র দফতর জানায়, আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত করা সার্বভৌমত্বের রক্ষার অধিকার এবং সন্ত্রাস ও উগ্রবাদ থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
পাশাপাশি কাতারের সঙ্গে বিদ্যমান সীমান্ত বন্ধ করে দেয়া হয়। সমুদ্র ও আকাশ পথে যোগাযোগ ছিন্ন করার ঘোষণা দেয় রিয়াদ। প্রত্যাহার করা হয় রাষ্ট্রদূতকে।
এর পরপরই সৌদি সরকারে পদাঙ্ক অনুসরণ করে একই ঘোষণা দেয় বাকি তিনটি দেশ। তাদের পক্ষ থেকে দোহার বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তোলা হয়।
মিসরের পররাষ্ট্র মান্ত্রণালয় কাতারের সঙ্গে সমুদ্র ও আকাশ পথে যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত দেশটিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবুধাবি ত্যাগের নির্দেশ দিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, কাতার শুধু মুসলিম ব্রাদারহুড নয় বরং আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গেও যোগাযোগ রক্ষা করে। এসব সংগঠনকে সহায়তা করে। এজন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
(এমআইআর/ ০৫ জুন ২০১৭)