কাস্টমসের সার্ভারে ত্রুটি, চট্টগ্রাম বন্দরে ৭ ঘণ্টা পণ্য খালাস বন্ধ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: কাস্টমসের সার্ভারে ত্রুটির কারণে প্রায় ৭ ঘন্টার বেশি সময় কোনও পণ্য খালাস করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
গতকাল বুধবার রাত সাড়ে ১২টায় সার্ভারে ত্রুটি দেখা দেওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সার্ভার স্বাভাবিক হলে ফের পণ্য খালাস শুরু করে চট্টগ্রাম বন্দর।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ১২টা থেকে কাস্টমসের সার্ভার কাজ করেনি। এতে পণ্যের এসেসমেন্ট করা সম্ভব হয়নি। পরে সকাল ৭টায় সার্ভার স্বাভাবিক হলে পণ্য খালাস শুরু হয়।
তিনি বলেন, কয়েকদিন পরপর জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সার্ভারে ত্রুটি দেখা দেয়। এতে প্রায় পণ্য খালাস প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারের কারণে নিয়মিত এ ধরনের সমস্যার সৃষ্টি হলেও কর্তৃপক্ষ এ নিয়ে কোনও পদক্ষেপ নেননি। তবে ঈদের আগে এই সমস্যা থাকলে বন্দরে পণ্য জট বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
(এসএএম/ ০৮ জুন ২০১৭)