বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ এর স্পন্সর ইউসিবিএল

যুক্তরাজ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক আয়োজিত "বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ" এর গর্বিত স্পনসর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)।

 

৪ নভেম্বর ২০২১ তারিখে লন্ডনে এবং ৮ নভেম্বর ২০২১ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয় এই রোড শো।

 

৮ নভেম্বর ২০২১ তারিখে ম্যানচেস্টার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, অভ্যন্তরিন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমসহ অন্যান্য অতিথিরা।

 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ নভেম্বর ২০২১ তারিখে লন্ডন অধিবেশনের প্রধান অতিথি ছিলেন। তার সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোনেম, এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি  এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর  এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।

উভয় দেশের সম্মানিত ও বিশিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে শীর্ষ সম্মেলনটি আয়োজিত হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)