এটলাস ব্রান্ডের মটরসাইকেল বাজারজাত করবে এবিএল
এটলাস ব্রান্ডের মটরসাইকেল বাজারজাত করবে এবিএল।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি')'র বোর্ড সভায় বিএসইসি চেয়ারম্যান মো শহীদুল হক ভূঁঞা এ কথা বলেন।
শু্ক্রবার (১০ নভেম্বর ) বিকাল ৪:৩০টায় এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) ৪৩৩তম বোর্ড সভায় অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি'র ও এবিএল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি সভাপতিত্বের বক্তব্যে তিনি এ কখা বলেন ।
সভায় এবিএলের অতীত ও বর্তমান অবস্থা তুলে ধরে চেয়ারম্যান বলেন, এটলাসকে লাভজনক অস্থায় টিকে থাকতে হলে মটরসাইকেল বিক্রি বাড়াতে হবে। নতুন বাইক উৎপাদন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবিএলের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, এটলাসকে শক্তিশালী ও মটরসাইকেল বিপণনে কাঙ্খিত লক্ষ্য অর্জনে বিজ্ঞাপন বাড়াতে হবে।
এটলাস পরিচালনা পর্ষদের পরিচালক আবুল কাসেম, প্রাক্তণ অতিরিক্ত সচিব এবং কাজী মো: আনোয়ারুল হাকিম, প্রাক্তণ যুগ্মসচিব এ সভায় উপস্থিত ছিলেন। অন্যান্য পরিচালকের মধ্যে আনোয়ার হোসেন ও আখতার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এবিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক মোড়ল সভা পরিচালনা করেন।
এবিএল শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসইসি কর্তৃক পরিচালিত একটি শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে মটরসাইকেল সংযোজন ও বাজারজাত করে আসছে।
বিনিয়োগর্বাতা/এসআর/