ঢাকা ইপিজেডে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের নতুন শাখা
নিজস্ব প্রতিবেদক: সাভারের ঢাকা ইপিজেডে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার (০৩ জানুয়ারী, ২০২২) দেশের প্রথম প্রজন্মের ইন্স্যুরেন্স কোম্পানী ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের এ শাখা উদ্বোধন করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল হক, এফসিএ।
এটি কোম্পানীটির ২৮তম শাখা।
উদ্বোধনী বক্তৃতায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, ইপিজেড এলাকার বিভিন্ন শিল্প-কারখানার বীমা ঝুকিঁর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কোম্পানীর ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে উক্ত শাখাটি ঢাকা ইপিজেড, সাভার -এর গুরুত্বপূর্ণ স্থানে এর কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দও তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং উক্ত শাখা তথা কোম্পানীর সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য অতিথি-ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, বীমা গ্রহীতাবৃন্দ, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা- ব্যবস্থাপকবৃন্দ, উর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে কোম্পানীর অতি: ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার প্রধান মো: শফিউল আলম, অতি: ব্যবস্থাপনা পরিচালক ও দাবী বিভাগের প্রধান এম. গোলাম হাফিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বনানী শাখার প্রধান এমএ সাত্তার হাওলাদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও এলিফ্যান্ট রোড শাখার প্রধান মো: আবুল কালাম এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//