জাতীয় রাজস্ব বোর্ড

ইএফডির দ্বাদশ লটারির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদকইলেকট্রনিক্স ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের দ্বাদশ লটারির ড্র সম্পন্ন হয়েছে

বুধবার ( জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে লটারি ড্র অনুষ্ঠানে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম

গত মাসের চালানের ওপর ভিত্তি করে লটারি ড্র অনুষ্ঠানটি আয়োজন করা হয় সেই হিসেবে গত বছরের (২০২১ সালের) ডিসেম্বরে ইএফডি যন্ত্র ব্যবহার করে যারা কেনাকাটা করেছেন তাদের কেনাকাটার চালানপত্র কুপন হিসেবে লটারিতে ব্যবহার করা হয়

ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি) এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে

এবারের ইএফডি লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর হলো- 000921OXPJGEK471, দ্বিতীয় পুরস্কারের লটারির নম্বর- 002621FYXRXJZ906 এবং তৃতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বরগুলো হলো- 003221HUFCDSH174, 000121CPHSWSY328, 002421DURSFNM693, 002621NFFUAAF338, 000121TNSVWRV575

লটারির ড্র ফলাফল এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এছাড়া তিন কার্যদিবস পর পত্রিকায় ফল প্রকাশ করা হবে

ভ্যাট আদায়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম চলতি বছরের জুলাই পর্যন্ত তিন হাজার ৪৯৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)