বিজিএসইএ সভাপতি

ওমিক্রনের বিস্তার রোধে দেশের পোশাক কারখানাগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক‌দেশের পোশাক কারখানাগু‌লো‌তে যেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিস্তার না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দি‌য়ে‌ছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

 

বুধবার (৫ জানুয়ারি) ‘ইআরএফ ডায়ালগ না‌মক এক অনুষ্ঠা‌নে তি‌নি এ সতর্কতার কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে নিজস্ব কার্যালয়ে এ ডায়ালগের আ‌য়োজন ক‌রে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ইআরএফের সহ-সভাপতি এম শফিকুল আলম ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ব‌লেন, আমরা চাই না করোনার শুরুর দিকের মতো অবস্থা আবার সৃষ্টি হোক। সম্প্রতি আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে বলেছি তারা যেন নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় সব ধরনের সতর্কমূলক পদক্ষেপ গ্রহণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।

 

‌তি‌নি ব‌লেন, মহামারি করোনার প্রাদুর্ভাব আমরা সফলতার সঙ্গে মোকাবিলা করেছি; যে কারণে এখন আমরা নতুন অর্ডার পাচ্ছি। এই অবস্থা থেকে আমরা যেন পিছলে না যাই এজন্য আ‌গেই পদ‌ক্ষেপ নি‌তে হ‌বে।

ই‌তিম‌ধ্যে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছি, আজকেও আমাদের একটি মিটিং আছে, আমরা সবাইকে এ বিষ‌য়ে সতর্ক করবো।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)