WhatsApp Image 2022-01-05 at 7

বিজিএমইএ সভাপতির আশাবাদ

তৈরি পোশাক খাতে এইচআর পেশাজীবিদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিএসএএইচআরপি

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক খাতে এইচআর পেশাজীবিদের উন্নয়নে বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল এইচআর প্রফেশনালস (বিএসএএইচআরপি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারক হাসান।

বিএসএএইচআরপি এর নব নির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাতকালে বিজিএমইএ সভাপতি বলেন, যে কোন সূচনার সাফল্য অনেকাংশে নির্ভর করে দক্ষ জনশক্তি নির্বাচন এবং তাদের সঠিক ব্যবস্থাপনার ওপর।

ফারুক হাসান বলেন, পোশাক শিল্প একটি শ্রম-নিবিড় খাত, যেখানে এইচআর পেশাজীবিগণ কর্মীবাহিনীকে যথাযথভাবে পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কারখানাগুলো যাতে সুচারুভাবে দক্ষতার সাথে পরিচালিত হতে পারে, সেজন্য উপযুক্ত ব্যক্তিদের উপযুক্ত স্থানে বসানোর ব্যাপারে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়।
 
মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২ ) বিএসএএইচআরপির নব নির্বাচিত কমিটি বিজিএমইএ এর গুলশানস্থ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিএসএএইচআরপি এর সভাপতি শাহিন মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম এবং নির্বাহী কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন, সাদিয়া আফরোজ, উম্মে আফিয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিএসএএইচআরপি এর নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব তৈরি পোশাক খাতের এইচআর পেশাজীবিদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন “তৈরি পোশাক শিল্পের নানাবিধ চ্যালেঞ্জের পাশাপাশি আগামি দিনে এ শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য এ শিল্পে কর্মরত শ্রমিকদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে, যেখানে এইচআর ব্যবস্থাপকগণ অবদান রাখতে পারেন।’’
       
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)