বিজিএমইএর শীতবস্ত্র বিতরণ

রাজধানীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি

দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে সবাইকে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। একইসঙ্গে শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের উদার ও বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

শনিবার (৮ জানুয়ারি) রায়েরবাজারে জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এবং হাজারীবাগ পার্কে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজিএমইএর সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

বিজিএমইএ সভাপতি বলেন, দরিদ্র মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবারই সামাজিক দায়িত্ব। আজ আমরা সবাই অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি বাংলাদেশ ও এর জনগণের উন্নতির জন্য অব্যাহতভাবে একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, জনগণের ঐক্যই বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে এবং এই যাত্রায় কেউ যেন পিছিয়ে না পড়েন তা নিশ্চিত করতে হবে। তিনি দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র দান করায় বিজিএমইএ সদস্যদের ধন্যবাদ জানান এবং অন্য সদস্যদেরও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

 

বিজিএমইএ সভাপতি মানুষের মাঝে বিতরণের জন্য ১০ হাজার পিস ফেস মাস্কও দিয়েছেন। তিনি সবাইকে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি মানা বিশেষ করে মাস্ক পরিধানের আহ্বান জানান।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)