বিকেএমইএ ও বিকেএমইএ

পোশাকশিল্পে ‘ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট’ প্রণয়নে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: পোশাকশিল্পের জন্য ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট প্রণয়নে কমিটি গঠন করেছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্ততকারক রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)

ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে একাধিক অডিট সম্পাদনে সময় অর্থের অপচয় হয় একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর জন্য অডিট প্রক্রিয়া জটিল হয়ে থাকে কারণে পোশাক কারখানায় অডিট করতে প্রটোকলগুলোকে একত্রিত করার আহ্বান দিনে দিনে জোরালো হচ্ছে। আর তাই এ কমিটি গঠন করেছে সংগঠনগুলো।

রোববার ( জানুয়ারি) রাজধানীর গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে সংস্থাটির নেতারা ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট নিয়ে আলোচনা করেন এবং যৌথ কমিটি গঠন করেন

বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলীর নেতৃত্বে ১১ সদস্যের কমিটি সামাজিক অডিটের জন্য একটি সাধারণ কোড অব কন্ডাক্টের সম্ভাব্যতা মূল্যায়ন করবে যার মধ্যে রয়েছে- স্থানীয় আইন, বিধি এবং নীতিমালা এবং ইউএনজিপিসহ ক্রেতাদের কোড অব কন্ডাক্ট এবং তৃতীয় পার্টি অডিট প্রটোকলসমূহ

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ এবং বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি মো. আখতার হোসেন অপূর্ব এবং পরিচালক ইমরান কাদের তূর্য

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)