পোশাকশিল্পে ‘ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট’ প্রণয়নে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: পোশাকশিল্পের জন্য ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট প্রণয়নে কমিটি গঠন করেছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে একাধিক অডিট সম্পাদনে সময় ও অর্থের অপচয় হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর জন্য অডিট প্রক্রিয়া জটিল হয়ে থাকে। এ কারণে পোশাক কারখানায় অডিট করতে প্রটোকলগুলোকে একত্রিত করার আহ্বান দিনে দিনে জোরালো হচ্ছে। আর তাই এ কমিটি গঠন করেছে সংগঠনগুলো।
রোববার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে সংস্থাটির নেতারা ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট নিয়ে আলোচনা করেন এবং যৌথ কমিটি গঠন করেন।
বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলীর নেতৃত্বে ১১ সদস্যের কমিটি সামাজিক অডিটের জন্য একটি সাধারণ কোড অব কন্ডাক্টের সম্ভাব্যতা মূল্যায়ন করবে। যার মধ্যে রয়েছে- স্থানীয় আইন, বিধি এবং নীতিমালা এবং ইউএনজিপিসহ ক্রেতাদের কোড অব কন্ডাক্ট এবং তৃতীয় পার্টি অডিট প্রটোকলসমূহ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ এবং বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি মো. আখতার হোসেন অপূর্ব এবং পরিচালক ইমরান কাদের তূর্য।
বিনিয়োগবার্তা/এসএএম//