বৃহস্পতিবার থেকে সারাদেশে সব ধরনের সভা-সমাবেশ সীমিত
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার থেকে সারাদেশে সব ধরনের সভা-সমাবেশ সীমিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এছাড়া ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভ্রাম্যমাণ আদালতে বিচার, এমনকি জেলও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার রাজধানীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, মন্ত্রিপরিষদ থেকে জারি করা ১১ দফা নির্দেশনা আগামীকাল থেকে বাস্তবায়ন শুরু হবে। সারাদেশে সভা সমাবেশসহ সকল জনসমাগম সীমিত করতে হবে। গণপরিবহন, রাস্তাঘাট ও বাজারে মাস্ক পরা নিশ্চিত করা হবে। এসব বাস্তবায়নের জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। জরিমানা করা হবে। প্রয়োজনে জেলও দেওয়া হতে পারে।
হাসপাতালে চাপ বাড়ছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, সংক্রমণে বৃদ্ধি অব্যাহত থাকলে হাসপাতালে শয্যা পেতে অসুবিধা হবে। সব দেশেরই সীমাবদ্ধতা থাকে। কেউই পরিপূর্ণ ব্যবস্থা করতে পারে না। বিশ হাজার রোগী হলে ব্যবস্থা করা যায়, কিন্তু চল্লিশ হাজার বা এক লাখ হলে শয্যা দেওয়া যায় না।
বিনিয়োগবার্তা/এসএএম//