ডিসি সম্মেলন শুরু ১৮ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: বিধিনিষেধের মধ্যেই আগামী ১৮ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্মেলনের কর্মসূচি প্রকাশ করা হয়েছে।
ডিসি ও বিভাগীয় কমিশনারসহ অন্য কর্মকর্তারা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
এ সম্মেলনে ২১টি কার্য অধিবেশনসহ মোট ২৫টি অধিবেশন থাকবে। এর মধ্যে প্রথম দিন ৭, দ্বিতীয় দিন ৮ এবং তৃতীয় দিন ১০টি অধিবেশন থাকবে।
এদিন সন্ধ্যা ৬টায় দিকনির্দেশনামূলক বক্তব্য (ভার্চুয়ালি) রাখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মেলনের দ্বিতীয় দিন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্য রাখবেন।
সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত দুই বছর (২০২০ ও ২০২১) জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
বিনিয়োগবার্তা/এসএএম//