মন্ত্রিসভা ১

মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

নির্বাচন কমিশন গঠন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যেপ্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

সোমবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয় বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস বিফ্রিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম খসড়া আইনটি অনুমোদনের কথা জানান

খসড়া আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিতে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধানের ১১৮()- বিধান আছে, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে পারেন এরই পরিপ্রেক্ষিতে আইনটি নিয়ে আসা হয়েছে

এটি বেশি বড় আইন নয় জানিয়ে তিনি বলেন, জাতীয় আইন যেহেতু আমরা হ্যান্ডেল করে আসছি, দুর্নীতি দমন কমিশন আইন আছে; মোটামুটি সেই অনুযায়ী এটা করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে অন্যান্য আইনে যেভাবে আছে ঠিক সেভাবেই অনুসন্ধান কমিটি হবে অনুসন্ধান কমিটি যোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করবে

প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কারা হতে পারবেন, আর কারা হতে পারবেন না, তা খসড়া আইনে উল্লেখ করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব

তিনি বলেন, যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে কোনো গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি বা বেসরকারি বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কেউ প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হতে পারবেন

অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে- আদালতের মাধ্যমে কেউ অপ্রকৃতস্থ হিসেবে ঘোষিত হন, দেউলিয়া ঘোষণার পর দেউলিয়া অবস্থা থেকে মুক্ত না হলে, অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেন বা কোন বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করেন, নৈতিক স্খলন এবং সেক্ষেত্রে যদি ফৌজদারি অপরাধে কমপক্ষে দু-বছর কারাদণ্ডে দণ্ডিত হন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ে দণ্ডিত হলে, রাষ্ট্রীয় পদে থাকলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনার হতে পারবেন না, বলেন মন্ত্রিপরিষদ সচিব 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)