ডিসি সম্মেলনে পরিকল্পনামন্ত্রী

তিন দিনব্যাপী ডিসি সম্মেলনে পরিকল্পনামন্ত্রী

​​​​​​​আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠলে প্রকল্প বাস্তবায়ন সহজ হবে

নিজস্ব প্রতিবেদক: আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠলে প্রকল্প বাস্তবায়ন সহজ হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

সম্মেলনে প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে কমিটি করে দেয়ার দাবি জানান জেলা প্রশাসকরা। কিন্তু এটা সম্ভব নয় বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‘সরকারের নির্বাহী আদেশে জেলা প্রশাসকরা অনেক সিদ্ধান্ত নিতে পারেন। তবে, স্থানীয় পর্যায়ে সরকারের অনেক প্রকল্প বাস্তবায়নের জন্য আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। এটা কাটিয়ে উঠলে প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী ডিসিদের উদ্দেশে বলেন, ‘দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ রাখতে হবে।

এবার ডিসি সম্মেলনে ১২টি ইস্যু গুরুত্ব পাচ্ছেভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্ন্যান্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়।

ডিসিদের সঙ্গে কর্ম-অধিবেশনে মাত্র ১৫ জন মন্ত্রী ও ১৫ জন সচিব অংশ নিচ্ছেন। প্রতিবার স্বশরীরে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের শাপলা হলে ডিসিদের সঙ্গে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিলেও এবার ভার্চুয়ালি ভাষণ দিলেন। একইভাবে কর্ম-অধিবেশনগুলো সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হলেও এবার নেওয়া হয়েছে সচিবালয়ের উল্টো দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে। তিন দিনব্যাপী এই সম্মেলনে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতিও ভার্চুয়ালি যুক্ত হবেন।

প্রতিবারের ডিসি সম্মেলনে ৬৪ জেলার ডিসি ও ৮ বিভাগের বিভাগীয় কমিশনার যোগ দিলেও এবার করোনার কারণে ৫ জন জেলা প্রশাসক ও দুজন বিভাগীয় কমিশনার সম্মেলনে যোগ দিচ্ছেন না। করোনা আক্রান্ত হওয়ায় রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ, এবং বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান থাকছেন না সম্মেলনে। একই কারণে অনুপস্থিত থাকছেন কক্সবাজারের ডিসি মো. মামুনুর রশীদ, পটুয়াখালীর মো. কামাল হোসেন, চুয়াডাঙ্গার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, রাজশাহীর আব্দুল জলিল ও লক্ষ্মীপুরের মো. আনোয়ার হোছাইন আকন্দ।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)