ওয়ালটন প্লাজা

ওয়ালটন প্লাজায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে চারশোর বেশি ওয়ালটন প্লাজায় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ক্রয় করে পেমেন্ট বিকাশ করলেই ১০ শতাংশ ছাড় পাচ্ছেন গ্রাহকরা।

বুধবার (২৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওযালটন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ালটন ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ ও এসির ওপর এ ছাড়ে কোনো লিমিট থাকছে না। ৩০ জুন পর্যন্ত বিকাশ অ্যাপ ও ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বিকাশ অ্যাপ থেকে ওয়ালটন পণ্যের পেমেন্ট করা খুবই সহজ। এজন্য গ্রাহককে অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘মেক পেমেন্ট আইকনে ট্যাপ করে ওয়ালটন প্লাজায় থাকা মার্চেন্ট নম্বর টাইপ করে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। অথবা হোমস্ক্রিনের নিচে থাকা ‘স্ক্যান কিউ আরএ সরাসরি ট্যাপ করে কিউআর কোড স্ক্যান করলে পরের ধাপে টাকার পরিমাণ ও বিকাশ পিন দিলে সহজেই অল্প কয়েক ধাপে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

অফারের বিস্তারিত ওয়ালটনের ওয়েবসাইটে (https://www.bkash.com/bn/offers_walton) জানা যাবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)