আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত
বিনিয়োগবার্তা ডেস্ক: গতকাল রোববার সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩১ ডিসেম্বর ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিক ফান্ডের অনিরীক্ষিত হিসাব (আন-অডিটেড রিপোর্ট) অনুমোদন করা হয়।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩১ ডিসেম্বর ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ফান্ডের সব সম্পদ ও দায় বিবেচনা করে ফান্ডটির নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭১ কোটি ১৬ লাখ ২০ হাজার ৯২০ টাকা এবং বাজারমূল্যে ৮৪ কোটি ১১ লাখ ৩০ হাজার ৭৫১ টাকা।
অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০ টাকা ৬৪ পয়সা এবং বাজারমূল্যে ১২ টাকা ৫৮ পয়সা, নিট লভ্যাংশ ৩৫ লাখ ২৭ হাজার ৩২৮ টাকা এবং ইউনিটপ্রতি আয় ৫ পয়সা।
বিনিয়োগবার্তা/এসএল//