Photo_Galaxy Unpacked The Epic Standard

গ্যালাক্সি ফ্ল্যাগশিপ দিয়ে ব্যবহারকারীদের মুগ্ধ করবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ ফেব্রুয়ারি, একটি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের মধ্য দিয়ে সারা বিশ্বে স্যামসাং উন্মোচন করতে যাচ্ছে এর বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ডিভাইস। ‘নোট-ওয়ার্দি’ (উল্লেখযোগ্য) এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি বাংলাদেশে সংযোজন করা হবে এবং আগের ডিভাইসগুলোর উন্মোচনের সময় অনুযায়ী ধারণা করা হচ্ছে, বৈশ্বিকভাবে উন্মোচনের এক সপ্তাহ পরে বাংলাদেশে পাওয়া যাবে ডিভাইসটি।

আকর্ষণীয় ডিজাইন, চমকপ্রদ ক্যামেরা সেটআপ, দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে এই অসাধারণ ডিভাইসটি দুর্দান্ত পারফরমেন্স প্রদান করবে বলে আশা করা যাচ্ছে। এবং আগের লাইনআপগুলোর মতোই ধারণা করা হচ্ছে, এবারের গ্যালাক্সি ডিভাইসটি হবে গ্যালাক্সি লাইনআপের সবচেয়ে উন্নত ফোন।

গ্যালাক্সি ডিভাইস উন্মোচন করার গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে এ ডিভাইসটি উন্মোচন করা হবে। এর আগে গত বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস২১ ফাইভজি, এস২১+ ফাইভজি, এস২১ আল্ট্রা ফাইভজি ও বাডস প্রো আনপ্যাকড ইভেন্টের মাধ্যমে উন্মোচন করা হয় এবং এসব ডিভাইসের মধ্য দিয়ে ভিডিও ধারণ ও ছবি তোলার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। গত বছরের আগস্টে, এই ইভেন্টের মাধ্যমে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি, জেড ফ্লিপ৩ ফাইভজি, ওয়াচ৪ এবং বাডস২ও উন্মোচিত হয়।

আগামী ৯ ফেব্রুয়ারি গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্টে এর বৈশ্বিক উন্মোচনের এক সপ্তাহ পরে, এ ফ্ল্যাগশিপ ডিভাইসটি বাংলাদেশে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

স্যামসাংয়ের সবচেয়ে উন্নত ফিচারগুলো নিয়ে গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী প্রজন্ম দিবে উদ্ভাবন ও টেকসই উপকরণ ব্যবহারের মাধ্যমে গ্যালাক্সি ডিভাইস ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা। ‘নোট-ওয়ার্দি’ এ ডিভাইসটি বাংলাদেশেই তৈরি করা হবে।

স্যামসাং
টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নিউজরুম ভিজিট করুন: news.samsung.com

বিস্তারিত জানতে ভিজিট করুন: ওয়েবসাইট- www.samsung.com/bd
ফেসবুক (স্থানীয়)-www.facebook.com/SamsungBangladesh

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)