বিএসইসি গোল্ড ট্রফি

বাণিজ্য মেলার শ্রেষ্ঠ প্যাভিলিয়ন বিএসইসি’র

নিজস্ব প্রতিবেদক: ৩১ জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) এর মাল্টিপারপাস হলে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইএফটি) ২০২২ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে ডিআইএফটি-২০২২ এ শ্রেষ্ঠ স্টল/প্যাভিলিয়ন ও প্রতিষ্ঠান নির্বাচন কমিটি কর্তৃক শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র স্টলকে শ্রেষ্ঠ স্টলের পুরস্কার গোল্ড ট্রফির জন্য মনোনিত করা হয়।
বিএসইসি’র চেয়ারম্যান মো: শহীদুল হক ভূঁঞা এনডিসি গোল্ড ট্রফি ও  প্রশংসাপত্র গ্রহণ করেন। এসময় তিনি মেলার আয়োজক সংস্থা এবং বিএসইসি’র কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

বিএসইসি রাষ্ট্রায়াত্ত সংস্থা হিসেবে সুনামের সাথে বাস, ট্রাক, জীপ, কার, এ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, পিভিসি ইনসুলেটেড কেবলস্ (ডমেস্টিক/এলটি/এইচটি), সুপার এনামেল কপার ওয়্যার, এলইডি-এনার্জি সেভিং বাল্ব-সিএফএল বাল্ব, ট্রান্সফর্মার, এপিআই-জিআই-এমএস পাইপ, স্টীল স্ট্রাকচার, এম এস রড এবং সোর্ড ব্লেড সংযোজন/উৎপাদন ও বাজারজাত করে আসছে।

বিএসইসি’র পণ্যসমূহের মূল্যের উপর বিশেষ ছাড় আগামী ২১ ফেব্রুয়ারী ২০২২ খ্রি. পর্যন্ত অব্যাহত থাকবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)