বাণিজ্য মেলায় শ্রেষ্ঠ প্যাভিলিয়নের পুরস্কার পেল আবুল খায়ের মিল্ক প্রডাক্টস
নিজস্ব প্রতিবেদক: ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২২-এ প্রিমিয়াম প্যাভিলিয়ন ক্যাটাগরিতে আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রডাক্টস লিমিটেডের মার্কস প্যাভিলিয়ন শ্রেষ্ঠ প্যাভিলিয়নের পুরস্কার লাভ করেছে।
এছাড়া জেনারেল প্যাভিলিয়ন ক্যাটাগরিতে আবুল খায়ের কনজিউমার প্রডাক্টস লিমিটেডের আমা কফি প্যাভিলিয়ন দ্বিতীয় পুরস্কার পেয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরীর (অবসরপ্রাপ্ত) হাতে পুরস্কার তুলে দেন।
বিনিয়োগবার্তা/এসএল//