এনআরবি লাইফের মিরপুর বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বুধবার এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মিরপুর (ঢাকা) বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগম, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) শরীফ মোঃ শহিদুল ইসলাম, সভাপতিত্ব করেন মিরপুর বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ ও ইভিপি তাসলিমা আক্তার হ্যাপি এবং উপস্থাপনায় ছিলেন প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল ইসলাম।
শতাধিক কর্মী-কর্মকর্তাদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ বলেন, আগামী ৫ বছরের মধ্যে এনআরবি ইসলামিক লাইফ এদেশের বীমা শিল্পে শীর্ষ স্থানীয় কোম্পানিতে রুপান্তরিত হবে; সেই সাথে খুব শীগ্রই বিশ্বের বিভিন্ন রাস্ট্রে শাখা স্থাপনের মাধ্যমে বহু সংখ্যক বীমা কর্মীর প্রবাসে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের বীমা কর্মীদের মাঝে চাকরির কোন অনিশ্চয়তা থাকবে না এবং শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে একলক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এনআরবি ইসলামিক লাইফ।
বিনিয়োগবার্তা/ডিএফই//