Photo_MetLife launches Bangladesh’s first dedicated toll-free insurance query hotline

জীবন বিমা সম্পর্কে জানার জন্য মেট লাইফ চালু করল হটলাইন: হ্যালো বীমা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ১৬ কোটি মানুষ যেন জীবন বীমা সম্পর্কে আরও সহজে জানতে পারে সেজন্য দেশে প্রথমবারের মত ‘হ্যালো বীমা’ শীর্ষক টোল-ফ্রি হটলাইন চালু করেছে মেট লাইফ বাংলাদেশ।

টেলিফোন বা মোবাইল কানেকশন আছে এমন যে কেউ হ্যালো বীমায় যোগাযোগ করে জীবন বীমা ও এর সুবিধা সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসার উত্তর পাবেন।

দেশের বেশিরভাগ মানুষের মাঝে ভবিষ্যতের সুরক্ষার জন্য জীবন বীমার সুবিধাদি নিয়ে সচেতনতার অভাব রয়েছে। একই সাথে, বীমা সম্পর্কে মানুষের মাঝে বেশ কিছু ভুল ধারণাও রয়েছে।  হ্যালো বীমা’র লক্ষ্য মানুষকে প্রশিক্ষণপ্রাপ্ত কন্টাক্ট সেন্টার কর্মীর সাথে সরাসরি কথা বলতে উৎসাহিত করা, যাতে তারা জীবন বীমা এবং আর্থিক সুরক্ষার বিষয়ে তাদের প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন এবং জীবন বীমা তাদের কীভাবে সাহায্য করতে পারে সে ব্যাপারে পরিষ্কার ধারণা পান।

রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টোল-ফ্রি ০৮০০০০১৬৪৪ নম্বরে ডায়াল করে হ্যালো বীমা হটলাইন সেবা পাওয়া যাবে।

এই হটলাইন সেবা চালু প্রসঙ্গে মেট লাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ বলেন,  “কোভিড-১৯ মহামারিকালে আমরা লক্ষ্য করেছি যে,  এখন অনেকেই জীবন বীমার মাধ্যমে তাদের ভবিষ্যত সুরক্ষিত করার ব্যাপারে জানতে আগ্রহী।  হ্যালো বীমা টোলফ্রি হটলাইন সেবার মাধ্যমে এখন সবাই মেট লাইফের সুদীর্ঘ অভিজ্ঞতা ও  জ্ঞানের আলোকে জীবন বীমা সম্পর্কিত তথ্য জানতে পারবে যা আগে শুধু মেট লাইফ গ্রাহকরাই পেতেন।”

মেট লাইফের হেড অব বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং ভিয়েতনাম, এলেনা বুটারোভা বলেন,  “বাংলাদেশ মেট লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এদেশের জনগণের জন্য নিশ্চিন্ত ভবিষ্যত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে,  সহজেই জীবন বীমা সম্পর্কিত সঠিক তথ্য জানতে পারলে সচেতনভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে। হ্যালো বীমা আমাদের ক্রমবর্ধমান উদ্যোগসমূহের মধ্যে একটি নতুন সংযোজন।  এই উদ্যোগসমূহের মধ্যে আরো রয়েছে স্মার্ট কাস্টমার পোর্টাল, সুবিধাজনক প্রিমিয়াম পেমেন্ট চ্যানেল যেমন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার  (ইএফটি) এবং 360 হেলথ অ্যাপ যা বাংলাদেশে জুড়ে জীবন বীমা সম্পর্কে সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে সহায়তা করে চলেছে।”

মেট লাইফ:

MetLife, Inc. (NYSE: MET),  এর অংগ প্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”), এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, এ্যনুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেট লাইফ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। ১৯৫২  সালে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মেট লাইফ-এর এশিয়া যাত্রা শুরু হয়। বর্তমানে মেট লাইফ বাংলাদেশের সর্ববৃহৎ  জীবন বিমা প্রতিষ্ঠান। প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতীক বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:  www.metlife.com

যোগাযোগ: 
সাইফুর রহমান 
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড হেড অফ কমিউনিকেশনস
+৮৮০১৩১৩০৮৯০৬৫

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)