রূপালী ব্যাংক সিবিএ’র নতুন কার্যালয় উদ্বোধন
জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১.০৩.২০২২) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৫ম তলায় সিবিএ’র নতুন কার্যালয়ের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান, খান ইকবাল হোসেন ও জিএম পারসুমা আলম উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ’র সেক্রেটারি মো. মহিউদ্দিন ও কার্যকরি সভাপতি মো. রিপন মৃধাসহ সিবিএ’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//