ডকটাইম এর আয়োজনে “মেয়ে তুমি সুস্থ্য থাকো”
নিজস্ব প্রতিবেদক: মেয়েরা বয়ঃসন্ধিকালে নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এই পরিবর্তন কখনো কখনো তাঁর মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। মেয়েদের শারীরিক পরিবর্তনগুলোর ব্যাপারে অনেক সময় ডাক্তার কিংবা তাঁর কাছের মানুষকেও জানাতে পারে না। প্রয়োজনীয় কথাগুলো বলতে না পারার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পরছে অধিকাংশ মেয়ে। এই দূরত্ব দূর করতে ডকটাইম এর উদ্যোগে আয়োজিত হয়েছে “মেয়ে তুমি সুস্থ্য থাকো”।
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ডকটাইমের এই ধারাবাহিক আয়োজনের মূল উদ্দেশ্য হলো মেয়েরা যাতে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং এই পরিবর্তন নিয়ে বিষণ্ণতায় না ভুগে চিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়। এই লক্ষ্যে রাজধানীর আদাবরে অবস্থিত গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে সচেতনতামূলক এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে বয়ঃসন্ধিকালের পরিবর্তন নিয়ে কথা বলেন অভিজ্ঞ গাইনি ডাক্তার ডা. লুৎফা আহমেদ। তিনি শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালের ব্যাপারগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করেন। মেয়েরা যাতে যে কোনো শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে নিঃসঙ্কোচে ডাক্তারের সাথে কথা বলতে পারে ও পরামর্শ নিতে পারে সেই বিষয়ের উপর জোর দেন।
স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ডাক্তারের সাথে তাঁদের সমস্যা নিয়ে কথা বলে ও পরামর্শ গ্রহণ করে। আলোচনা চলাকালীন সময়ে মেয়েরা অনেক প্রাণবন্ত ও উচ্ছ্বসিত ছিলো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক নুর আক্তার ডলি এবং ডকটাইমের সিনিয়র এক্সিকিউটিভ, ব্রান্ড মার্কেটিং তাসনিয়া শাহজাহান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী মেয়েদের মাঝে ডকটাইমের পক্ষ থেকে সৌজন্য উপহার বিতরণ করা হয়।
বিনিয়োগবার্তা/ডিএফই//