Photo_GP_STAR_Iftar_(2)

স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ইফতার

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি, রাজধানীর উত্তর ও দক্ষিণ অংশের স্টার গ্রাহকদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। স্টার গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি নানা ধরনের অফার ও ছাড়সহ বিশেষ সুবিধা প্রদান করে।                    
ঢাকা দক্ষিণের জন্য ইফতার অনুষ্ঠিত হয় গেন্ডারিয়ার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে। এদিন গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিএমও সাজ্জাদ হাসিব, হেড অব প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান, প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং (প্রিমিয়াম সেগমেন্ট) সাব্বির আহমেদ এবং এর হেড অব ক্যাটাগরি নিশাত জাহান আরা। 

অন্যদিকে, গাজীপুর চৌরাস্তার বিএডিসি অফিসের দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ রোডে টেকনগপাড়ায় অবস্থিত সাগর সৈকত কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ঢাকার উত্তর অংশের স্টার গ্রাহকদের জন্য ইফতারের আয়োজন। এ আয়োজনে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং (প্রিমিয়াম সেগমেন্ট) সাব্বির আহমেদ এবং এর ঢাকা উত্তরের রিজিওনাল হেড মো. আহসান হাবীব সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কোভিডের বৈশ্বিক মহামারি সৃষ্ট পরিস্থিতির কারণে দু’বছর পরে প্রিমিয়াম গ্রাহকদের জন্য ইফতার আয়োজন করলো গ্রামীণফোন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ইসলামী নানা বিষয়ে আলোচনা করা হয়। এবং মোনাজাত, দোয়া ও ইফতারের পরে ডিনার পরিবেশিত হয়। উল্লেখ্য, গ্রামীণফোনের স্টার গ্রাহকরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাইফস্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স, ফুডকোর্টে খাবার-দাবার এবং ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

গ্রামীণফোন লি.
টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৮০ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা “চলো বহুদূর” এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)