ডিডব্লিউপি’র প্রেসিডেন্ট হলেন আবুল হোসেন
নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস (ডিডব্লিউপি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, ফাজিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল আবুল হোসেন।
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সভায় ২০২২-২০২৩ মেয়াদের জন্য ডিডব্লিউপি’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক একটি বেসরকারি, অলাভজনক কর্পোরেশন যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসন ও শান্তি বজায় রাখার লক্ষ্যে কাজ করে।
উল্লেখ্য, আবুল হোসেন বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল হিসেবে বাংলাদেশ এবং উগান্ডা ও আফ্রিকার অন্যান্য দেশগুলোর মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স এর কার্যক্রমের সাথেও সম্পৃক্ত।
আবুল হোসেন ডিডব্লিউপি’র প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদকালে আরও ১০টি দেশে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সংগঠনটিকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করবেন।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//