এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধিদের সম্মানে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে বিদেশী এক্সচেঞ্জ হাউসের স্থানীয় প্রতিনিধিদের সম্মানে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২৫ এপ্রিল ২০২২, সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ আলতাফ হুসাইন, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মিফতাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন মজুমদার ও মোঃ মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এন এম সিদ্দিকুর রহমান।
ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং-এর সকল ডিভিশনপ্রধান, নির্বাহী ও ৩১ টি এক্সচেঞ্জ হাউসের কান্ট্রি হেড এবং অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//