ইউসিবি ব্যাংকের ইউনেট ও ডেবিট কার্ড সেবা ১২ ঘণ্টা বন্ধ
নিজস্ব প্রতিবেদক: কারিগরি সংস্কারের জন্য বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম সেবা ১২ ঘণ্টা বন্ধ থাকবে। আগামী ১৩ ও ১৪ মে (শুক্র ও শনিবার) এই দুইদিন রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ৬ ঘণ্টা করে এসব সেবা বন্ধ রাখা হবে।
বুধবার (১১ মে) ইউসিবির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউসিবির কার্ড ডিভিশনের প্রধান নেহাল এ হুদা বলেন, কারিগরি সংস্কারের জন্য ইউসিবির ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম পয়েন্ট অব সেলস (পিওএস), ই-কমার্স ও ইউপে সেবা আগামী ১৩ ও ১৪ মে রাতে ৬ ঘণ্টা করে বন্ধ রাখা হবে।
এরমধ্যে ১৩ মে রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৪৫ মিনিট এবং ১৪ মে রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৩৫ মিনিট পর্যন্ত ইউসিবি ইউনেট ও ডেবিট কার্ড সেবা বন্ধ থাকবে।
বিনিয়োগবার্তা/এসএল//