romo

ফের ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান হলেন রোমো রউফ চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন রোমো রউফ চৌধুরী। রোমো রউফ চৌধুরী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। 

তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। তিনি এ দেশের একজন সফল তরুণ উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি ৩০ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। তিনি র‌্যাংগস গ্রুপ ও সি ফিশার্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক।

বর্তমানে রোমো রউফ চৌধুরী র‍্যানকন এগ্রো মেশিনারিজ লিমিটেড, র‍্যানকন ইলেকট্রনিকস লিমিটেড, র‍্যানকন ইনফ্রাস্ট্রাকচার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, র‍্যানকন কার হাব লিমিটেড এবং র‍্যানকন হসপিটালিটি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন র‍্যানকন হোল্ডিংস লিমিটেড, র‍্যানকন মোটরবাইকস লিমিটেড এবং র‍্যাংগস পেট্রোলিয়াম লিমিটেডে। এছাড়া তিনি র‍্যানকন মোটরস লিমিটেড, র‍্যাংগস লিমিটেড, র‍্যাংগস প্রপার্টিজ লিমিটেড, র‍্যানকন অটোমোবাইলস লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেডসহ ১০টিরও অধিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)