লন্ডনের গ্রীনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ১২, আশংকাজনক অবস্থায় আরও ১৮ জন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পশ্চিম লন্ডনে গ্রীনফেল টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকান্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা শেষ হলে এ সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া সত্তর জনের বেশি মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশংকাজনক।

বৃহস্পতিবার (১৫ জুন) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, আগুন লাগার আগে নর্থ কেনসিংটনের ঐ ভবনটিতে সংস্কার কাজ চলছিল। সেসময় ভবনের বাসিন্দাদের অনেকেই গুরুতর অগ্নিকান্ডের ঝুঁকির ব্যাপারে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন বলে জানা যাচ্ছে।

এরপর মঙ্গলবার যখন আগুন ধরে যায় গ্রীনফেল টাওয়ারে, ভবনটির বাইরের দিকের আচ্ছাদনে ব্যবহৃত সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে বাসিন্দাদের মধ্যে যারা পালাতে পেরেছেন, তারা অভিযোগ করেছেন।

তবে, ঠিক কি কারণে এবং কিভাবে সেখানে আগুন লাগলো সে নিয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে এখনো অনেকে আটকে রয়েছেন। বাঁচার জন্য কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন নিচে। তবে, ভবনের অনেক বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন।

স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্কে তথ্য চেয়ে পোস্ট দিচ্ছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। এবং এ ঘটনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা হবে।

ধারণা করা হচ্ছে, ভবনটিতে যখন আগুন লাগে সেখানে কয়েক শ’ মানুষ ছিলেন, যাদের বেশিরভাগ সেসময় ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে মোট ১২০টি ফ্ল্যাট রয়েছে।

এদিকে পশ্চিম লন্ডনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি পরিবার নিখোঁজ রয়েছে জানা গেছে। সিলেটের মৌলভীবাজারের বাসিন্দা কমরু মিয়া (৯০) ভবনটির একটি ফ্ল্যাটে সপরিবারে বসবাস করতেন। কমরু মিয়াসহ তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানের সন্ধান পাচ্ছেন না বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

কমরু মিয়ার কন্যা বেগম তানিয়া চেলসিতে তার এক আত্মীয় আব্দুর রহিমকে রাত আড়াইটার দিকে ফোন করে তাদেরকে বাঁচাতে আকুতি জানান। এরপর থেকে পরিবারটির আর কোন সন্ধান পাচ্ছে না বলে জানিয়েছে আত্মীয়রা।

(এসএএম/ ১৫ জুন ২০১৭)


Comment As:

Comment (0)