Image

১০৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত রিয়েলমি ৯ ফোরজি বিশেষ অফারে দারাজে

নিজস্ব প্রতিবেদক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র নতুন নাম্বার সিরিজের ফোন রিয়েলমি ৯ ফোরজি এখন দারাজে পাওয়া যাচ্ছে। আগ্রহী গ্রাহকরা দারাজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন - https://click.daraz.com.bd/e/_6YDLT

রিয়েলমি ৯ ফোরজি বাংলাদেশের প্রথম ফোন, যে ডিভাইসের ১০৮ মেগা পিক্সেলের মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের আইএসওসেল এইচএম৬ সেন্সর। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রিয়েলমি ৯ সানবার্স্ট গোল্ড, মিটিওর ব্ল্যাক ও স্টারগেজ হোয়াইট এই তিনটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। দারাজ থেকে মাত্র ২৫,৯৭০ টাকায় ফোনটি কেনা যাবে। 

অসাধারণ এই ডিভাইসটি রিয়েলমি নাম্বার সিরিজের উদ্ভাবনীতে যোগ করেছে নতুন মাত্রা। রিয়েলমি ৯ ফোরজি’তে রয়েছে সর্বশেষ এইচএম ৬ সেন্সর যুক্ত উচ্চমানের ১০৮ মেগা পিক্সেল প্রোলাইট ক্যামেরা। ফলে, ব্যবহারকারীরা এই ক্যামেরা দিয়ে অনেক কম আলোতেও ঝকঝকে ছবি তুলতে পারবেন। ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে ছাড়াও, ৭.৯৯ মিলিমিটার পুরুত্ব ও ১৭৮ গ্রাম ওজনের এই ডিভাইসটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, রিপল হলোগ্রাফিক ডিজাইন, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ও ৩৩ ওয়াট ডার্ট চার্জ। এসব চমৎকার ফিচার যে কাউকে সহজেই মুগ্ধ করবে। এই মূল্য পরিসরে রিয়েলমি ৯ ফোরজি বর্তমান বাজারের সেরা ফোন। এই সেগমেন্টের ফোনের মধ্যে রিয়েলমি ৯ ফোরজি’র ক্যামেরা বর্তমানে বাজারে শীর্ষে রয়েছে। 

আকর্ষণীয় ফিচার যুক্ত এই ডিভাইসটি দেশের তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 

রিয়েলমি:
ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)