মোগাদিসুতে রেস্তোরাঁয় হামলা, নিহত ১৮ জন

বিনিয়োগবার্তা ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বৃহস্পতিবার (১৫ জুন) পাশাপাশি অবস্থিত দু’টি রেস্তোরাঁয় শাবাব জঙ্গিদের আতঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। সরকারি মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।

সোমালিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আহমেদ আরাব বলেন, ‘সরকারি বাহিনীর অভিযানে বন্দুকধারীরা নিহত হয়েছে। অভিযান এখন শেষ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘জঙ্গিরা ওই দুই রেস্তোরাঁয় হামলা চালিয়ে নিরীহ লোকজনকে হত্যা করেছে। তাদের বর্বর এ হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে সিরিয়ার এক নাগরিক রয়েছে। এ হামলায় ১০ জনের বেশী আহত হয়েছে।

(এমআইআর/ ১৫ জুন ২০১৭)


Comment As:

Comment (0)