MFL B Trac

সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

মুন্নু ফেব্রিক্সকে সোলার পাওয়ার সরবরাহ করবে বাংলাট্রেক

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ বছরের জন্য মুন্নু ফেবিক্সকে পাওয়ার সাপ্লাই দেবে বাংলাট্রেক (বি-ট্রেক) ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এজন্য প্রতিষ্ঠান দুইটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর ধানমন্ডিতে মুন্নু ফেব্রিক্সের কার্যলয়ে চুক্তিটি স্বাক্ষর হয়।

মুন্নু ফেব্রিক্সের পক্ষে কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সামিউল ইসলাম এবং বাংলা ট্রেক গ্রুপের পক্ষে কোম্পানিটির গ্রুপ সিইও এম. জাহাঙ্গীর আলম, এফসিএমএ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, মুন্নু ফেব্রিক্সের ফ্যাক্টরিতে ফিক্সড রেটে ১৫ বছর পাওয়ার সাপ্লাই দেবে বি-ট্রেক যা ফ্যাক্টরির ৩ লাখ স্কয়ার ফিট কাভার করবে।

এ ব্যাপারে মুন্নু ফেব্রিক্সের ডিএমডি রাশেদ সামিউল ইসলাম বলেন, এই চুক্তির মাধ্যমে আমরা একটি সোলার পাওয়ার প্লান্ট স্থাপন করবো যা আমাদের এনার্জি কস্ট কমিয়ে এনে কোম্পানির মুনাফা বৃদ্ধি করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে ব্যবসায় লাভ করা আগামীতে খুবই কষ্টকর হয়ে উঠবে। তাই গ্যাস-বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে ব্যবসাকে লাভজনক করতে আমাদের এই উদ্যোগ। এরফলে কোম্পানির উৎপাদন ও আয় বাড়বে। আর এতে সার্বিকভাবে কোম্পানির এমপ্লয়ি ও বিনিয়োগকারীরা লাভবান হবেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)