UCB SME SHE PIC

ইউসিবি ও শী এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সম্প্রতি এফ-কমার্স ভিত্তিক নারী সংস্থা "শী"  এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যাদের ২,৫০,০০০  এর বেশী সদস্য রয়েছে। 

এই সমঝোতা স্মারকের মাধ্যমে, শী-এর সদস্যরা অগ্রাধিকারসহ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ ছাড়া,  তারা ইউসিবি এর নিয়মিত এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সুবিধাও পাবেন। 
মোঃ শাহ আলম ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি এবং শী-এর প্রতিষ্ঠাতা মিসেস প্রমিদে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি এসএমই বিভাগের প্রধান ও এসভিপি মোঃ মহসিনুর রহমান; ইউসিবি এর অন্যান্য শাখাপ্রধানবৃন্দ; এবং জয়ন্ত সেন গুপ্ত, মুখপাত্র, শী।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)