পদত্যাগ করলেন উবারের প্রধান

বিনিয়োগবার্তা ডেস্ক: অনলাইন অ্যাপ্লিকেশনভিত্তিক ট্যাক্সিসেবা প্রতিষ্ঠান উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্রাভিস কালানিক পদত্যাগ করেছেন। কালানিক উবারের সহপ্রতিষ্ঠাও।

স্থানীয় সময় বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানান উবারের এক মুখপাত্র।

গত সপ্তাহেই কালানিক তাঁর মায়ের মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু উবারের বর্তমান সংকট নিরসন করতে না পারায় ট্রাভিসের নেতৃত্বও প্রশ্নবিদ্ধ ছিল। এর পরিপ্রেক্ষিতে গত মাসেই উবারের বিনিয়োগকারীরা ট্রাভিসের পদত্যাগ দাবি করেন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে কালানিক বলেন, ‘পৃথিবীর অন্য সবকিছুর চেয়ে আমি উবারকে বেশি ভালোবাসি। তবে আমি এখন ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছি। তাই আমি বিনিয়োগকারীদের অনুরোধ বিবেচনায় নিয়েই এ পদ থেকে সরে দাঁড়াচ্ছি। যাতে উবার যেকোনো বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারে।’

এর আগে উবারের কর্মস্থলে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন এক নারীকর্মী। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত করেন সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার। যদিও এ তদন্তে তেমন কিছুই খুঁজে পাননি তিনি।

তবে এরিক সিইও কালানিককে দায়িত্ব সচেতন হতে এবং কোম্পানির পর্যবেক্ষণ কমিটির কাজের স্বাধীনতা আরো বাড়ানোর সুপারিশ করেছিলেন।

(এমআইআর/ ২১ জুন ২০১৭)


Comment As:

Comment (0)