মসুলের ঐতিহাসিক আল-নুরি মসজিদ ‘উড়িয়ে দিয়েছে’ আইএস

বিনিয়োগবার্তা ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর মসুলের ঐতিহাসিক আল-নুরি মসজিদ বোমা মেরে ‘উড়িয়ে দেয়ার’ অভিযোগ উঠেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে। ইরাকি সেনাবাহিনীর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

মসুলে আইএসের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে থাকা ইরাকি বাহিনীর কমান্ডারের দাবি, বুধবার (২১ জুন) মসজিদটি থেকে তাদের অবস্থান যখন ৫০ মিটার দূরে ছিল তখনই আইএস সদস্যরা মসজিদটিতে বোমা হামলা চালায়। তিনি এ ঘটনাকে ‘ঐতিহাসিক ধ্বংসযজ্ঞ’ বলে মন্তব্য করেছেন।

ইরাকে থাকা ঊর্ধ্বতন মার্কিন কমান্ডার মেজর জেনারেল জোসেফ মার্টিন বলেন, ‘আমাদের ইরাকি নিরাপত্তা বাহিনীর অংশীদাররা যখন আল-নুরি মসজিদের কাছাকাছি ছিল, তখন বিখ্যাত এ সম্পদ ধ্বংস করে জঙ্গিরা। এটা মসুল ও ইরাকের জনগণের বিরুদ্ধে পরিচালিত একটি মারাত্মক অপরাধ।’

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ ধ্বংসযজ্ঞকে ‘আইএসের আনুষ্ঠানিক পতনের সূচনা’ বলে মন্তব্য করেছেন। স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতেও মসজিদ ধ্বংসের প্রমাণ মিলেছে। ছবিতে দেখা যায়, বিস্ফোরণে মসজিদ ভবন ও এর মিনারের ব্যাপক ক্ষতি হয়েছে।

এর আগেও ইরাক ও সিরিয়ার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের জন্য আইএসের দিকে অভিযোগের আঙ্গুল উঠেছিল। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা নগরের অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করে আইএস জঙ্গিরা। এবার এ তালিকায় যুক্ত হল ১১৭২ সালে নির্মিত ঐতিহাসিক আল-নুরি মসজিদ।

২০১৪ সালে এ মসজিদের দখল নেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। মসুলের প্রায় পুরোটা জঙ্গিদের দখলে চলে যায়। সম্প্রতি মসুল পুনরুদ্ধারে তীব্র লড়াই শুরু করেছে ইরাকের সরকারি সেনারা। এসব অভিযানে সহায়তা দিচ্ছে মার্কিন জোট। ক্রমাগত অভিযানের মুখে শহরের পূর্বাংশ জঙ্গি মুক্ত করা সম্ভব হয়েছে।

(এমআইআর/ ২২ জুন ২০১৭)


Comment As:

Comment (0)