আর্জেন্টিনা ঘুরতে যাওয়ার বায়না পরীর
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপ শুরুর পর থেকেই নানা বাক্যে আর্জেন্টিনার সমর্থক অভিনেত্রী পরীমনি তার ভালোবাসার কথা জানিয়েছেন আর্জেন্টিনা ও মেসির প্রতি।
রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে হয়ে গেল ফুটবল বিশ্বকাপের ফাইনাল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এমন আনন্দে আপ্লুত পরীমনি।
রোববার রাতে পরী তার ফেসবুক আইডিতে লেখেন, আমি কেমন বোকার মতো এখনো কানতেছি!
পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ। তিনি আবার ব্রাজিলের সমর্থক। কিছুদিন আগেই রাজ চট্টগ্রামে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, আর্জেন্টিনা জিতলে পরী তাকে ঘুরতে নিয়ে যাবে।
আসলেই তারা ঘুরতে যাবেন, নাকি কাজে ব্যস্ত হয়ে যাবেন, সেটা এখনও অজানা। তবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর রাজের কাছে ঘুরতে যাওয়ার বায়না করেছেন অভিনেত্রী।
ওই স্ট্যাটাসেই পরী লেখেন, রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।
এ স্ট্যাটাস দেওয়ার আগে আরও একটি স্ট্যাটাসে পরী লেখেন, ‘শান্তি শান্তি শান্তি’। আর্জেন্টিনা জিতে যাওয়ায় এমন লেখা পোস্ট করেন তিনি
বিনিয়োগবার্তা/এসএল//