অস্কারে এখনও বর্ণবৈষম্য বিদ্যমান: হ্যালি বেরি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অস্কারে বর্ণবৈষম্য নিয়ে বিতর্কের অভাব নাই। বিতর্ক সামাল দিতে এবারের অস্কার পুরস্কারে কিছুটা সমরুপ আনা হয়। তাই এবারে অস্কারে সেরা অভিনয়শিল্পী ও সেরা সহ-অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন দুজন সাদা ও দুজন কালো শিল্পী ।

তাতেও মন ভরেনি হ্যালি বেরির। ২০০২ সালে মনস্টারস বল এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার পাওয়া প্রথম ও একমাত্র কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পী হ্যালি বেরি । নিজের অস্কার উৎসর্গ করেছিলেন কালোদের প্রতি। কিন্ত ১৫ বছর পর তিনি অভিমত প্রকাশ করেন, এই পুরস্কারের কোনো মানে নেই। ২০০২ সাল থেকে এ পর্যন্ত আর কোনো কালো মেয়েই সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেননি, যেখানে অস্কারে বর্ণবৈষম্য পরিস্কার।

হ্যালি বলেন, ‘আমি ছবি বানানো শুরু করতে চাই। প্রযোজনাও করতে চাই। আমি কালোদের জন্য আরও সুযোগ তৈরি করতে চাই।’

(এমআর/ 0২ জুলাই,২০১৭)


Comment As:

Comment (0)