সংঘর্ষ

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সি‌জিল মিয়া (৫৫), এক‌লিম মিয়া (৫৫), হা‌রিছ মিয়া (৬৫), সৌরভ ‌মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫); সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়‌া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০); হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরিফ। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার ও আহতদের অর্থ সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা জানান, সিলেট মহানগর থেকে পিকআপে করে প্রায় ৩০ জন নারী-পুরুষ নির্মাণশ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছালে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। আহতদের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওসমানী হাসপাতাল ফাঁড়ি ইনচার্জ জুয়েল আহমদ জানান, হাসপাতালে মারা গেছেন আরও তিন জন। সব মিলিয়ে ১৪ জন মারা গেছেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই/কেএইচকে//


Comment As:

Comment (0)