‘ওয়ান্ডার ম্যান’দের ছাড়িয়ে ‘ওয়ান্ডার উইম্যান’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দ্রুতগতিতেই ‘ওয়ান্ডার উইম্যান’ ছবিটি রেকর্ড পরিমান আয়ের দিকে যাচ্ছে। ইতিমধ্যে ছাড়িয়ে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিসি এক্সটেন্ড ইউনিভার্সের আগের সুপারহিরোভিত্তিক ছবিগুলোকে।

গ্যাল গ্যাদত অভিনীত ‘ওয়ান্ডার উইম্যান’ টেক্কা দিয়েছে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’, ‘ম্যান অব স্টিল’ ও ‘সুইসাইড স্কোয়াড’-কে।

ইউএস বক্স অফিসে ডিসির সবচেয়ে বেশি আয় করা ছবি এখন ‘ওয়ান্ডার উইম্যান’।

গত শুক্রবারের হিসাব পর্যন্ত জানা যায়, যুক্তরাষ্ট্রে ‘ওয়ান্ডার উইম্যান’ আয় করেছে ৩৩ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। যেখানে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ এর আয় ছিল ৩৩ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার।‘ওয়ান্ডার উইম্যান’ ‘ম্যান অব স্টিল’-কে বৈশ্বিক আয়ে ছাড়িয়ে গেছে এর মধ্যেই।

‘ম্যান অব স্টিল’ আয় করেছিল ৬৬ কোটি সাড়ে আট লাখ ডলার। আর ‘ওয়ান্ডার উইম্যান’-এর সর্বশেষ বৈশ্বিক আয় ৬৭ কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার।

এমআর/৩ জুলাই,২০১৭


Comment As:

Comment (0)