‘জুড়ুয়া টু’র শুটিংয়ে অংশ নেবেন সালমান
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শোনা যাচ্ছিল ‘‘জুড়ুয়া টু’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
এবার জানা গেল, শিগগিরই ছবির অভিনয়শিল্পীদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সালমান ।
ছবিটিতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, তাপসি পান্নু ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সালমানের সঙ্গে এই তিনজনেরই অভিনয় দৃশ্য আছে। তবে সালমান কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।
এক সংবাদ সম্মেলনে তাপসি পান্নু বলেছেন, ‘আমরা সবাই তাঁর (সালমান) সঙ্গে শুটিংয়ের জন্য উন্মুখ হয়ে আছি।’ এই ছবিতে সালমানের সম্পৃক্ততা তাঁদের প্রেরণা জোগাবে। পান্নু তো রীতিমতো গর্বিত। এই ছবিটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান।
এমআর/ ০৫ জুলাই ২০১৭