কেটি পেরির বিজ্ঞাপনে ক্ষিপ্ত পশুপ্রেমী অস্ট্রেলীয়বাসী

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বিজ্ঞাপন নির্মাণ করে বিতর্কিত অবস্থানে আছেন সংগীত তারকা কেটি পেরি।২০১৮ তে অস্ট্রেলিয়াতে কনসার্ট করবেন তিনি। সেই কনসার্টের প্রচারণার জন্য যে বিজ্ঞাপন নির্মাণ করা হয়েছে, তাতে কেটির একটি সংলাপ বিতর্কিত হয়েছে এবং ক্ষিপ্ত হয়ে উঠেছে পশুপ্রেমী অস্ট্রেলীয়বাসী ।

‘যাও, কোয়ালাদের ধাওয়া কর।’ পোষা কুকুর কে নির্দেশ দেন কেটি। এটাই সেই সংলাপ। বিজ্ঞাপনটিকে ‘ঘৃন্য’ বলে আখ্যা দিচ্ছেন অস্ট্রেলীয়বাসী। কারন কোয়ালা অস্ট্রেলিয়ার বিলুপ্তপ্রায় বন্য প্রাণী এবং প্রতিবছর কুকুরের আক্রমণে আহত নিহত হয় অসংখ্য কোয়ালা।
অস্ট্রেলিয়ার পশুচিকিৎসক ক্ল্যারি ক্ষিপ্ত হয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কেটি পেরি, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আসুন, একটা দিন আমার সঙ্গে কাটান, আপনি শিগগিরই জানতে পারবেন, আমাদের কোয়ালা কতটা আদরের ও মূল্যবান এবং আপনার মন্তব্য কতটা অগ্রহণযোগ্য।’

তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। নজরে আসে মেয়রের এবং বলেন, ‘আমি এখনো অবাক হচ্ছি কী করে বিপণন বিভাগ এই মন্তব্য বিজ্ঞাপনে প্রচার হতে দিল। এটা নিছক অবহেলা।’

 

(এম আর/০৬ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)