ইউএইকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট: এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে আজ আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ভর করে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক দলটি ৮৭ রানে গুটিয়ে যায়।
দুবাইয়ের ডিএসসি মাঠে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। আশিকুর ১৪৯ বলে ১২৯ রান করেন ১২টি চার ও ১টি ছক্কায়। এছাড়া চৌধুরী মো. রিজওয়ান ৬০ ও আরিফুল ইসলাম ৫০ রান করেন। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী শেষ দিকে ১১ বলে ২১ রান করে দলের সংগ্রহটা বড় করেন।
বড় টার্গেট তাড়া করতে নেমে মারুফ মৃধা (৩/২৯), রোহানাত দৌলা বর্ষণ (৩/২৬) ও ইকবাল হোসেন ইমনের (২/১৫) পেসে উড়ে যায় আমিরাতিরা। স্পিনার পারভেজ হোসেন ইমন নেন ২টি উইকেট।
ভারত, আফগানিস্তান ও পাকিস্তানের বাইরে এবার শিরোপা গেল অন্য কোনো দেশে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে প্রথম শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল। এর আগে ২০১৯ সালের ফাইনালে তারা ভারতের কাছে পাঁচ উইকেটে হেরেছে। সেই ভারতকে এবার সেমিফাইনালে হারায় মাহফুজুর রহমান রাব্বীর দল।
এবার দশম আসরে ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। আইসিসির পাঁচটি পূর্ণ সদস্য দেশ ছাড়াও এশিয়া কাপে অংশ নেয় সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও জাপান। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলেছে আরব আমিরাত, শ্রীলংকা ও জাপানের সঙ্গে। তিন ম্যাচেই জয়লাভ করে সেমিফাইনালে জায়গা করে নেয় রাব্বির দল। গ্রুপ পর্বে আমিরাতকে ৬১ রানে হারিয়ে দেয়া টাইগার যুবারা আজ ফাইনালেও ব্যাট-বলে কর্তৃত্ব করে জিতল।
বিনিয়োগবার্তা/এসএএম//