অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারে ভারতের সুখবর
খেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান। ৪৫০ রান তাড়া করে জিততে হলে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়তে হতো। পাহাড়সম রান তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন লজ্জার হারে সুখবর পেয়েছে ভারত।
অজিদের কাছে পাকিস্তান হারায় বাবর আজমদের টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত। দু’দলেরই পয়েন্ট শতাংশ একই (৬৬.৬৭) হলেও এক ম্যাচ বেশি খেলার কারণে টেবিলের দুইয়ে নেমে গেছে পাকিস্তান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত দুইটি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটিতে জিতেছে তারা, অন্যটি হয়েছে ড্র। অন্যদিকে তিনটি টেস্ট খেলে দু’টিতে জিতেছে পাকিস্তান। হেরেছে একটিতে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৪ নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে টাইগারদের অর্জন ১২ পয়েন্ট। তালিকার তিনে থাকা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ১২।
তালিকার পঞ্চম স্থানে রয়েছে এখন পর্যন্ত সর্বোচ্চ ম্যাচ খেলা অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৩ জয়, দুই পরাজয় ও এক ড্রতে তাদের অর্জন ৩০ পয়েন্ট।
রোববার (১৭ ডিসেম্বর) অজিদের দেয়া ৪৫০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারীরা মাত্র ৮৯ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে ৩৬০ রানের বিশাল ব্যবধানে। ১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কখনো জয় পায়নি সফরকারীরা। এটি পাকিস্তানের টানা ১৫তম হার।
বিনিয়োগবার্তা/ডিএফই//