আইপিএলের ইতিহাসে রেকর্ড
২০ কোটি ৫০ লাখে বিক্রি হলেন প্যাট কামিন্স
খেলাধুলা ডেস্ক: আইপিএল নিলামে যে ঝড় তুলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, তা আগে থেকেই অনুমিত ছিল। শেষ পর্যন্ত সেটাই হলো। ২ কোটি রুপির ভিত্তিমূল্যের কামিন্সকে কিনতে ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার অধিনায়ককে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলের ইতিহাসে রীতিমত রেকর্ড গড়লেন প্যাট কামিন্স। আইপিএলের ইতিহাসে এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। ১৮ কোটি ৫০ লক্ষ রুপিতে তাকে কিনেছিল পঞ্জাব কিংস। এবার কারেনকে টপকে গেলেন প্যাট কামিন্স। গড়লেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড।
প্রথমে কামিন্সকে নিতে ঝাঁপিয়ে পড়ে চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে লড়াই শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে লড়াই চলে। ৬ কোটি দাম ওঠার পরে লড়াই থেকে সরে যায় মুম্বাই।
সেখানে অবশ্য লড়াই শেষ হয়নি। এরপর আসরে নেমে আসে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তাদের সঙ্গে চেন্নাইয়ের লড়াই শুরু হয়। সেই লড়াইও বেশ কিছুক্ষণ চলে। ১৩ কোটি টাকা পর্যন্ত ওঠে দু’দল। এরপর সেখান সরে আসে চেন্নাই। তারপর আরসিবির সঙ্গে লড়াই শুরু করে হায়দরাবাদ। দু’দলের কেউই হাল ছাড়তে চাইছিল না। তর তর করে দাম উঠছিল।
একটা সময় পর কারেনের ১৮ কোটি ৫০ লক্ষ রুপি ছাপিয়ে যান কামিন্স। তারপরও শেষ হয়নি লড়াই। দাম ২০ কোটি ছাপিয়ে যায়। শেষে রণে ভঙ্গ দেয় আরসিবি। ২০ কোটি ৫০ লক্ষ রুপিতে কামিন্সকে কিনে গর্বের হাসি দেখা যায় হায়দরাবাদের মালিক কাব্য মারানের মুখে।
দুবাইয়ে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে আইপিএলের নিলাম। মোট ৩৩৩ জন দেশি-বিদেশি তারকার নাম উঠলো নিলামে।
বিনিয়োগবার্তা/ডিএফই//