Barcelona Win 211223

অবশেষে জয়ে ফিরল বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক: শুরুতে দুইবার পিছিয়ে পড়েছিল আলমেরিয়া। পিছিয়ে পড়ে লড়াইয়ে ফিরেছিল দলটি। লিগ টেবিলের তলানির দলটির বিপক্ষে তাতেই পয়েন্ট  হারানোর শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল তারা। রাফিনিয়ার গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন সের্জি রবার্তো।

বার্সেলোনা ‘বল দখলে রেখে আক্রমণে ওঠার’ চিরচেনা কৌশলে শুরু থেকে এগোতে থাকে। আক্রমণে একচেটিয়া আধিপত্য ধরে রেখে ৩৩তম মিনিটে এগিয়ে যায় তারা। রোনালদ আরাউহোর হেড গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, আলগা বল সহজেই খুব কাছ থেকে জালে পাঠান রাফিনিয়া।

৪১তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় আলমেরিয়া। অফসাইডের ফাঁদ ভেঙে সতীর্থের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিও বাপতিস্তাও। অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

দ্বিতীয়ার্ধেও একইরকম চাপ ধরে খেলতে থাকে বার্সেলোনা। ৬০তম মিনিটে রবের্তোর নৈপুণ্যে আবার এগিয়ে যায় তারা। রাফিনিয়ার কর্নারে দুরূহ কোণ থেকে দারুণ হেডে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। অবশ্য এই যাত্রায়ও বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ৭১তম মিনিটে বল জালে পাঠিয়ে সমতা ফেরান স্প্যানিশ ডিফেন্ডার গনসালেস।

৮৩তম মিনিটে দারুণ নৈপুণ্যে জয়সূচক গোলটি করেন রবের্তো। লেভানদোভস্কির ক্রসে বল ঊরু দিয়ে নামিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)